চট্টগ্রামে আরও ২ মৃত্যু,শনাক্ত ৩০৭

267
corona

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৭ জনের দেহে। এদের মধ্যে ২৮০ জন নগরীর ও ২৭ জন বিভিন্ন উপজেলার।

Advertisement

সোমবার (৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়।

জানা যায়, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৭৩৮ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪১ হাজার ৮০৭ জন। এর মধ্যে নগরে ৩৩৩৫৫ জন এবং উপজেলা পর্যায়ে ৮৪৫২ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৯৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৯০ এবং উপজেলায় ১০৫ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৪ হাজার ৭৯৫ জন।

Advertisement