দোকান খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ 

205

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের লকডাউন ঘোষণার বিরোধিতা করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

Advertisement

সোমবার বিকেল তিনটার দিকে নগরের তামাকুমন্ডি লেইনে হাজারও ব্যবসায়ী রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

তারা মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে সমাবেশে যোগ দেন।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান-পাট খোলা রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নেতারা।

এ সময় তারা ‘অবৈধ লকডাউন মানি না, মানবো না’, ‘এই মুহূর্তে দোকান খুলে দাও, খুলতে হবে’ স্লোগান দেন। লকডাউন তুলে না নিলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা।

সমাবেশে বক্তব্য দেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব, সিনিয়র সহ সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেল হক প্রমুখ।

এর আগে গতকাল রোববার শপিংমল ও দোকানপাট নির্দিষ্ট সময়ের জন্য খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার নেতারা চসিক মেয়র, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক, সিএমপি কমিশনার বরাবরে স্মারকলিপি দেন।

Advertisement