চট্টগ্রামে নতুন করে আক্রান্ত ৪৯৪, মৃত্যু ১

254
corona

চট্টলা নিউজ : চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯৪ জনের দেহে। এদের মধ্যে ৪৩৯ জন নগরীর ও ৫৫ জন বিভিন্ন উপজেলার।

Advertisement

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়।

জানা যায়, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ২৫৪০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯৪ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪২ হাজার ৩০১ জন। এর মধ্যে নগরে ৩৩৭৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ৮৫০৭ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৯৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৯১ এবং উপজেলায় ১০৫ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৪ হাজার ৯৯০ জন।

Advertisement