বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যানী করোনা আক্রান্ত

229

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। মঙ্গলবার দুপুরে তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। তিনি লক্ষ্মীপুর-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরে কাশি হচ্ছিলো। পরে করোনা টেস্ট করানো হলে আজ রিপোর্টে পজিটিভ এসেছে।

বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এ্যানী। তিনি সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

এদিকে এ্যানী করোনা আক্রান্ত হয়েছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তার বন্ধু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। তিনি লেখেন, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী করোনা পজিটিভ। তার সুস্থতা কামনা করি।’

Advertisement