রাঙ্গুনিয়া আ’লীগ নেতা মুহিবুল্লাহর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

617

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের আহত আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

Advertisement

শনিবার (৩ এপ্রিল) সন্ত্রাসী হামলায় মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় মুহিবুল্লাহকে চট্টগ্রাম শহরের পার্কভিউ হসপিটালে ভর্তির পর গত সোমবার তার মাথায় অস্ত্রোপচার করা হয় কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার (০৬ এপ্রিল) তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়। অবশেষে রাত ১২.৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর।

মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে মুহিবুল্লাহর অকাল মৃত্যুতে দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি বিধানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।

মৃত্যুকালে আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহ দুই সন্তান, স্ত্রীসহ আত্নীয়-স্বজন, দলীয় নেতাকর্মী, গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গোটা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement