চট্টগ্রাম নগরীর আকবর শাহ্ থানা পুলিশ অভিযান চালিয়ে ফয়স লেক এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে।
Advertisement
পুলিশ তাকে আটক করার সময় পুলিশের গায়ে হাত তুলে এই শিক্ষিত ছিনতাইকারী। সে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যায়নত।
মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১.৩০ এর দিকে তাকে আটক করা হয় বলে জানান থানার এস আই রুবেল দেব নাথ।
আটককৃত ছিনতাইকারীর হলেন আনাস আহমদ রুবাব (২৬)।
আকবরশাহ থানার ওসি মো. জহির হোসেন প্রতিবেদক জানান রুবাবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বিভিন্ন থানায় তারমধ্যে অন্যতম মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা, চকবাজারে মারামারির, নারী কেলেংকারীর মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
Advertisement