রাষ্ট্রবিরোধী বক্তব্যের কারণে ‘‘শিশুবক্তা’’ খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র্যাব। বাংলাদেশ প্রতিদিনকে খবরটি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রইসুল আজম। বুধবার দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রফিকুল ইসলাম মাদানী নানা সময়ে বিভিন্ন বিষয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন।
এতে জনমনে ভীতির সঞ্চার করেছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। তার ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
এর আগে ২৫ মার্চ রাজধানীর শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল থেকে এই ‘শিশু বক্তা’কে আটক করে মতিঝিল থানা পুলিশ। তবে কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।