শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি এমন ক্রিকেটার রয়েছেন চারজন। এদের মধ্যে পেসারই রয়েছেন তিনজন। এছাড়া দীর্ঘদন পর ডাক পেয়েছেন শুভাগত হোম চৌধুরী।
দুই টেস্ট ম্যাচ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কার বিমান ধরবে এ ২১ জন ক্রিকেটার। এরপর সেখানে দেওয়া হবে চূড়ান্ত স্কোয়াড। স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। ২০১৭ সালের সফরে দারুণ পারফর্ম করা মোসাদ্দেক হোসেন সৈকতও ডাক পাননি। আইপিএল খেলার কারণে এ সিরিজ থেকে ছুটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।
দীর্ঘদিন পর ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। ৩৪ বছর বয়সী শুভাগত হোম সর্বশেষ ২০১৬ সালে টেস্ট খেলছিলেন। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও ডাক পেয়েছেন তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ আর কাজী নুরুল হাসান সোহান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলা হয়নি ইয়াসির আলীর। এ ব্যাটসম্যান ছাড়া আরো অনভিষিক্ত তিন পেসার রাখা হয়েছে দলে। তারা হলেন শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ। শহীদুল ও মুকিদুল এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান।