এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ নেওয়ার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চার সদস্যকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপহরণ করে মুক্তিপণ নেওয়ার অভিযোগে হাতিরঝিল থানায় চার র্যাব সদস্যকে আটক করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, এই অপহরণ চক্রে মোট ছয়জন সদস্য ছিল। তাদের তিনজন সেনাবাহিনীর, একজন বিমান বাহিনীর, একজন বিজিবির ও আরেকজন সাধারণ নাগরিক। তারা এক ব্যক্তিকে অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ দাবি করেন। এরপর অভিযান চালিয়ে তাদের চারজনকে গ্রেফতার করা হয়। বিজিবি সদস্য ও সাধারণ নাগরিক এখনও পলাতক।
ডিএমপি কমিশনার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তাদের নিজস্ব আইন অনুযায়ী তাদের বিচার হবে।
আসামিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। এ বিষয়ে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।