কক্সবাজারের হিমছড়ি সৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। আজ শনিবার (১০ এপ্রিল) সকাল ৮.৪৫টায় তিমিটি দেখা যায়। এ নিয়ে পরপর দুই দিনে দুটি মৃত তিমি ভেসে আসলো হিমছড়ি সৈকতে।
এর আগে, বঙ্গোপসাগরের দরিয়ানগর এলাকার সমুদ্র সৈকতে গভীর সাগর থেকে ভেসে এসেছে একটি মৃত তিমি। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) বেলা দেড়টার দিকে তিমি মাছটি ভেসে আসে বলে জানায় স্থানীয়রা। পরে মাছটি দেখতে স্থানীয়রা সৈকতে ভিড় জমায়।
আজকে ভেসে আসা তিমিটি লম্বায় ৪৩ ফুট প্রস্থে ১৪ ফুট বলে জানা গেছে।
এর আগে, বঙ্গোপসাগরের দরিয়ানগর এলাকার সমুদ্রসৈকতে গভীর সাগর থেকে ভেসে এসেছে একটি মৃত তিমি। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) বেলা দেড়টার দিকে তিমি মাছটি ভেসে আসে বলে জানায় স্থানীয়রা।
কক্সবাজার সমুদ্রসম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান মফিজ বলেন, তিমিটি হয়ত আত্মহত্যা করে থাকতে পারে নতুবা আঘাতের কারণে মারা যেতে পারে। বয়সকাল পার হলে সাধারণত তিমিরা আত্মহত্যা করে থাকে। তবে বঙ্গোপসাগরে চলাচলকারী জাহাজের আঘাতেও মাছটি মারা যেতে পারে।
তবে এটা কোন বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের পূর্বাভাস কিনা তাও ভেবে দেখার অবকাশ আছে বলে অনেকে মতামত ব্যক্ত করেছেন।