চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

67

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। ধারণা করা হচ্ছে, চলমান সংঘাতের জেরে এ জরুরি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

শনিবার (১৮ মে) রাতে মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিষয়টি নিশ্চিত করে রাতে মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের ফেসবুক পেইজ থেকে পোস্ট শেয়ার করা হয়।

Advertisement