বিয়ের পিঁড়িতে বসা হলোনা প্রবাসী জুয়েলের, সীতাকুণ্ডে প্রাণ গেল সড়কে

224

কামরুল ইসলাম দুলু: সব প্রস্তুতি সম্পূর্ন, আগামী ২৪ জুলাই বিয়ে পিঁড়িতে বসার কথা ছিল প্রবাসী জুয়েলের। তাই গত ৪দিন আগে দেশে ফেরেন সৌদি আরব থেকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রবাস থেকে এসে বিয়ে আর করা হলো না জুয়েল (৩০) এর।

Advertisement

নিহত প্রবাসী জুয়েল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামের বাসিন্দা মোঃ শাহাজানের ছেলে।

গতকাল বুধবার বিকাল তিনটার সময় সীতাকুণ্ড পৌরসদের এলাকার বাস স্ট্যান্ড এ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

জানা গেছে, সৌদি আরব প্রবাসী জুয়েলের সাথে একই এলাকার একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয়। এ নিয়ে ২৪ জুলাই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌ কে ঘরে তোলার ব্যাপক ধুম ধামে প্রস্তুতি চলছিল। তবে জুয়েল বুধবার বিয়ের কেনাকাটা করতে সীতাকুণ্ড পৌরসদরে আসেন। বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে অবস্থানকালে পৌর সদর বাস স্ট্যান্ড এলাকায় তাকে অজ্ঞাত একটি গাড়ি চাপা চলে যায়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

এদিকে বারৈয়াঢালার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন (রেহান ) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসী যুবকটি বিয়ে করতে দেশে এসেছিল। আকদ ও হয়েছিল। আনুষ্টানিকভাবে ঘরে তুলে আনার আয়োজন ও চলছিলো তাদের। কিন্তু গাড়ি চাপায় সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সে । কুমিরা হাইওয়ে থানার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই মোঃ আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনাটির সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাবার আগেই প্রবাসী জুয়েলের লাশ বাড়ি নিয়ে গেছে প্রবাসির স্বজনরা। সে কারণে বিস্তারিত তথ্য পাইনি আমরা।

Advertisement