অতিথি লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় অফিস উদ্বোধন উপলক্ষে ডায়মন্ড কনফারেন্স ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় সেন্টমার্টিন হোটেলের কাকলী হলে অতিথি লিমিটেডের সিনিয়র জিএম সেলস্ মঞ্জুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী, উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিসি ড. ইফতেখারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের এমডি ও সিইও সাইফুল ইসলাম সোহেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিজিএম ডিজিটাল মার্কেটিং ইমরান হোসেন আকাশ।
অনুষ্ঠান শেষে উদ্যোক্তা ও অতিথি ডটকমের ডায়মন্ড, রুবিদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে ঢাকা থেকে অতিথি লিমিটেডের পরিচালক, সিনিয়র জিএম, জিএম, এজিএম, ডিজিএম এবং মিডিয়া কনসালট্যান্ট নূরুজ্জামান সান্টু উপস্থিত ছিলেন ।