সীতাকুণ্ডে নৈরাজ্যকারীদের কঠোরহস্তে দমন করা হবে: এমপি মামুন

174

সীতাকুণ্ড প্রতিনিধি: সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশাল গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার দুপুর সাড়ে বারটায় উপজেলার সীতাকুণ্ড পৌরসভার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসভার সামনের থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি পৌর সদরের উত্তর বাইপাস ঘুরে আবার পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম এর সভাপতিত্বে মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন।

মামুন বলেন, কোটা আন্দোলনের নামে সারাদেশে জামায়াত-বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে দেশে সম্পদহানী করছে। সত্যিকারার্থে তাদের উদ্দেশ্যে সরকার হঠানো। তাদের সে স্বপ্ন কখনও পুরন হবেনা। সীতাকুণ্ডে আন্দোলনের নামে কোন ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না। অপরাধীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী’র পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, জেলা আওয়ামীলীগ নেতা মহসিন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, আলাউদ্দীন সাবেরী, সায়েদ মিয়া, গোলাম মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউর করিম বাহার, সাদাকাত উল্যাহ মিয়াজী, মনির আহমেদ, নাজিম উদ্দিন, মোরশেদ চৌধুরী, সালাউদ্দিন আজীজ, পৌর আ.লীগ নেতা আব্দুস সালাম, ইউনিয়ন নেতা নিজাম উদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, উত্তর জেলা যুবলীগ সভাপতি মোঃ শাহজাহান, মুরাদপুর ইউনিয়ন শাহাবউদ্দিন, আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন, জাহেদ হোসেন নিজামী, নাসির উদ্দিন চৌধুরী, ফেরদৌস আলম চৌধুরী, মাহবুব আলম, এডভোকেট আজিজুল মান্নান জামশেদ, সোহেল, আবাদুস সামাদ, জাহেদ চৌধুরী ফারুক, মশিউর রহমানসহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য এবং বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement