সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি পুরাতন জাহাজ ভাঙা ইয়ার্ডে বিদ্যুৎস্পষ্টে মোঃ সিয়াম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৬ আগষ্ট) রাত ১১ টার সময় উপজেলার বার আউলিয়া এলাকায় সাগর উপকূলে চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এর মালিকানাধী তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত ইয়ার্ডের দায়িত্বরত মোঃ ইদ্রিস। নিহত সিয়াম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের মোঃ হারুনের ছেলে।
জানা যায়, নিহত সিয়াম রাত সাড়ে ১০টার দিকে আরো কয়েকজন সঙ্গীসহ শিপ ইয়ার্ড থেকে বিদ্যুতের কেবল খুলে আনতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পষ্টে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পতিমধ্যে তার মৃত্যু হয়।
Advertisement