আইনশৃঙ্খলা পুনরুদ্ধার আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ: দীপ্তি

32

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ফেরউনের যে পরিণতি হয়েছিল সেই পরিণতি হাসিনার হয়েছে। তা থেকে শিক্ষা নিয়ে অন্যায় জুলুম নির্যাতন থেকে সকলকে দূরে থাকতে হবে। ছাত্র জনতার আন্দোলন ও আত্মহুতির বিনিময়ে আমরা আজ বিজয় অর্জন করেছি। এই মুহূর্তে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং যদি তা অর্জন করা না যায়, তাহলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। সুপরিকল্পিতভাবে অস্থিরতা তৈরী করতে অপশক্তি উঠেপড়ে লেগেছে। চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে দেশের চারপাশে ছড়িয়ে পড়তে পারে। কারা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে এর পরিণতি কতটা গুরুতর হতে পারে এটা খুব একটা সুখকর পরিস্থিতি হবে না। দোয়া মাহফিলে শহীদ পরিবার ও অসুস্থ আন্দোলনকারীদের সহযোগিতাসহ তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, শুধু তাই নয় বিপদে আপদে এবং সামগ্রিক কল্যাণ মুখী কর্মসূচী বাস্তবায়নে উপস্থিত সকলকে পজেটিভ চিন্তা ভাবনা নিয়ে আগামীর দিনগুলিতে অগ্রসর হতে হবে। আন্তরিক ঐক্যবদ্ধতায় মানবিক মূল্যবোধ থেকে সমন্বিত প্রচেষ্টায় এখন থেকে বিভিন্ন কর্মসূচীসহ মানবিক সহায়তায় এগিয়ে আসবে সকলে, এমনটাই প্রত্যাশা।

Advertisement

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনায় চট্টগ্রামে দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৮ আগষ্ট), বাদ জোহর সাগরিকা পিসি রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে কুরআনখানি খতম ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামীকাল জুমাতে সকল ইমাম ও খতীবেরা যাতে চলমান পরিস্থিতি নিয়ে মুসল্লীদেরকে নছিহত করে সে ব্যাপারে স্ব স্ব এলাকার নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন।

উক্ত দোয়া মাহফিলে মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল আলম কমিশনার, আকবর শাহ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, পাহাড়তলী থানা বিএনপির সভাপতি আলহাজ্ব বাবুল হক, রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়াসহ স্থানীয় জামে মসজিদের খতিব-ইমাম, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেম আল্লামা এনামুল হক শিকদার।

Advertisement