সারাদেশের ন্যায় গত ৫ আগস্ট সোমবার চট্টগ্রামেও সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা চলাকালীন বিকেল ৫টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে একটি গাড়ি থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ছিনতাইকৃত ল্যাপটপ ঐ দিনই উদ্ধার করে আজ ৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা নাজির মো: জামাল উদ্দিন জানান, গত ৫ আগস্ট সোমবার বিকেলে দুস্কুতিকারীরা সার্কিট হাউজে কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আবু হাসনাত জুয়েলের নেতৃত্বে ভিআইপি টাওয়ারের সামনে থেকে ডকুমেন্টসহ ল্যাপটপটি উদ্ধার করেন।
আজ ৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসনের জে এম শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন ও অন্যান্য ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে ল্যাপটপটি হস্তান্তর করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামরুল হাসান, ওমরগনি এম ইএস কলেজের অন্যতম ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, ছাত্রদল নেতা হাসেম মোহাম্মদ সাকিব, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ তাহের, এমইএস কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আরাফ, এমইএস কলেজ ছাত্রদল নেতা সিজান, এমইএস কলেজ ছাত্রদল নেতা ইমন,এমইএস কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সিয়ামসহ ছাত্রদলের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।