চট্টগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ডঃ ইউনূস অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহন করায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন জেলা নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে উদীচী জেলা সংসদের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক জসীম চৌধুরী সবুজ এবং সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ বলেন, নোবেল বিজয়ী ডঃ ইউনুস চট্টগ্রাম তথা বাংলাদেশের গর্ব, তিনি আজ বাংলাদেশের এক সংকটময় পরিস্থিতিতে অন্তর্বতী কালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন, দেশের এই সংকটে উনি যথাযথ পদক্ষেপ গ্রহন করে সাম্প্রতিক সময়ে চলমান হত্যা, লুট, সাম্প্রদায়িক নির্যাতন এবং ভীতিকর পরিস্থিতি থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ অবিলম্বে চলমান সংকট থেকে দেশ জাতি ও দেশের জনগণ কে রক্ষা করে এবং এই ধরনের নারকীয় কর্মকান্ডে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় এনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ডঃ ইউনুসের প্রতি জোড় দাবী জানান।