বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ শুক্রবার (৯ আগষ্ট), চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা যুবদলের উদ্যোগে উক্ত থানার অন্তর্গত ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডস্থ নাথপাড়া লোকনাথ মন্দির এলাকায় হিন্দু সম্প্রদায়ের মতবিনিময় করেন।
এসময় যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন,
পতিত স্বৈরাচার হাসিনার পতনের মাধ্যমে অর্জিত ছাত্র-জনতার বিজয়কে কুলুষিত করার জন্য সংখ্যালঘুদের ওপর হামলা, ভয়ভীতি দেখিয়ে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামীলীগের দোসররা, তিনি কুচক্রী মহলের যে কোন সহিংসতা ও অপ্রীতিকর ঘটনাকে একসাথে মোকাবিলা করার অঙ্গীকার করেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সকল মন্দিরসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও সুরক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
এসময় নাথপাড়া লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুলাল নাথ ও সাধারণ সম্পাদক সন্তূস নাথ, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, আব্দুল গফুর বাবুল, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, সহ সম্পাদক আতিকুর রহমান আতিক, মিজানুর রহমান দুলাল, হালিশহর থানা যুবদলের আহবায়ক মোশাররফ আমিন সোহেল, সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু, সি. যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দামসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।