সংখ্যালঘুদের ওপর হামলার গুজব ছড়ানো হচ্ছে : বিজিবি

23

লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর এএফএম জুলকার নাঈন বলেছেন, দেশের কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হয়নি। স্বার্থান্বেষী একটি চক্র গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। যার ফলে সীমান্তের মানুষের ঢল নেমেছিল। অবশ্য গুজবের বিষয়টি তারা বুঝতে পেরেছেন।

Advertisement

শনিবার (১০ আগস্ট) দুপুরে হাতীবান্ধা থানা হল রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংখ্যালঘুদের উদ্দেশে মেজর এএফএম জুলকার নাঈন বলেন, আপনাদের ওপর কোনো হামলা হবে না। যেহেতু কোনো হামলা হয় নাই, সেক্ষেত্রে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আশ্বস্ত করছি। তাই আপনারা নিজ নিজ নিজ বাড়িতে থাকুন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন যোগাযোগ রাখলে আমরা আপনাদেরকে নিরাপত্তায় রাখতে পারব।

তিনি আরও বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের যারা রয়েছে আমরা সকলেই বাংলাদেশি। তাই তাদের নিরাপত্তা প্রদান সকলের কাছে গুরুত্বপূর্ণ। বিজিবির বিওপিসমূহের ঐকান্তিক প্রচেষ্টায় সীমান্ত এলাকার অন্য ধর্মাবলম্বী কারও ওপরে কোনো ধরনের আঘাত আসে নাই। তিনি পুলিশসহ সব ধরনের প্রশাসনকেও সহযোগিতা করার কথা বলেন।

এ সময় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমানসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement