কামরুল ইসলাম দুলু : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্ণেল আল মামুন, মেজর আল আমিন ও লেফটেন্যান্ট তানভীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় সীতাকুণ্ড উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা কমিটির পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, উপজেলার প্রতিটি এলাকায় সহিংসতাসহ সব অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব সম্প্রদায় এবং সব জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে।
লেফটেন্যান্ট কর্ণেল আল মামুন বলেন, লুটতরাজ, ভাংচুর, ডাকাতি, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, রেপ এগুলোতে আমরা ইনষ্টেন্ট ব্যবস্থা নিয়ে তাদের নিবৃত্ত করবো। প্রয়োজনে কঠোরতম হবো। গুলি করতে হলে গুলি করবো। গুলি করার অনুমতি আমাদের আছে।
লেফটেন্যান্ট কর্ণেল আল মামুন আরো বলেন, আমরা চাইনা অপ্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করতে। জানমালের নিরাপত্তার প্রয়োজনে যা যা করতে হয় আমরা তা করবো। সীতাকুণ্ডের আইনশৃঙ্খলার ব্যাপারে আমরা সন্তুষ্ট এখনও পর্যন্ত। সংখ্যালঘুদের উপর কোন ধরনের আঘাত আমরা বিন্দুমাত্র বরদাস্ত করবা না। সরকারি সম্পত্তির রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। সীতাকুন্ড উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সেনাবাহিনীর কাজে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সেনা কর্মকর্তারা।
সভায় সীতাকুণ্ড ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি স.ম ফোরকার আবু, এম হেদায়েত, যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অনিকসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।