শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান উপলক্ষে সাধারণ সভা শুক্রবার

37

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের আচার্যপাদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৩তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬তম, শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৯তম শুভ আবির্ভাব দিবস, অখন্ড গীতাপাঠের ৪৪তম আসর, মঠে প্রতিষ্ঠিত শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও রুদ্রাভিষেকসহ সপ্তাহব্যাপী অনুষ্ঠান (১৫-২১ নভেম্বর) উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টায় মঠের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

Advertisement

সভার আলোচ্যসূচিতে রয়েছে-সপ্তাহব্যাপী উৎসবের সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, শঙ্কর মঠ ও মিশনের বার্ষিক মুখপাত্র ‘পাঞ্চজন্য’ প্রকাশনা বিষয়ক আলোচনা, রাষ্ট্রীয় অতিথি ও সাধু-সন্তু-মহারাজের আমন্ত্রণসহ বিবিধ আলোচনা।

অনুষ্ঠিতব্য সাধারণ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও শঙ্কর মঠের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Advertisement