শঙ্কর মঠ ও মিশনের সপ্তাহব্যাপী অনুষ্ঠান ১৫ নভেম্বর থেকে শুরু

70

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের যোগাচার্য ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৩তম, গীতাহিমাদ্রী পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬তম, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী রুদ্রাভিষেক ও অখন্ড গীতাপাঠের ৪৪তম আসর উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আগামী ১৫ নভেম্বর শুক্রবার থেকে মঠ প্রাঙ্গনে শুরু হচ্ছে। আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠান শেষ হবে।

Advertisement

এছাড়া আগামী ২৬ নভেম্বর মঙ্গলবার পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন করা হবে।

অনুষ্ঠানে প্রতিদিন অখন্ড গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠান, শ্রীশ্রীবিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, গৈরিক ও জাতীয় পতাকা উত্তোলন, অখণ্ড প্রদীপ প্রজ্বলন ও সনাতন ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রতিদিন দুপুর ও রাতে প্রসাদ বিতরণসহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় জাতীয় ও গৈরিক পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও শান্তির কপোত অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন শঙ্কর মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Advertisement