ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থাপনায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ (৭ নভেম্বর, ২০২৪) সকাল ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে।
এতে উদ্বোধনী বক্তব্যে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ কেন্দ্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, যথাযথভাবে আবেদন, সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে আজকের এ সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তা, পাবলিক এনগেজমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক মি: ব্রেন ফ্লেনিগান দর্শকদের আগ্রহ বাড়াতে বাংলায় শুভেচ্ছা বিনিময় করেন এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা বর্ণনা করে উপস্থিত সকলকে উৎসাহিত করেন।
চবি রেজিস্ট্রারের পরিচালনায় “Department of State Exchange Programs & Higher Education Opportunities in the United States” শীর্ষক সেমিনারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিশেষজ্ঞ রাইহানা সুলতানা মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নের জন্য আবেদনের নিয়মাবলী, বিভিন্ন শর্ত, যোগ্যতা, ফুলব্রাইট ও অন্যান্য স্কলারশিপসহ নানা ধরনের সুযোগ-সুবিধা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে চমৎকার আলোচনা উপস্থাপন করেন। তাকে সহযোগিতা করেন দূতাবাস কর্মকর্তা প্রেস চীফ মিস রিকি সালমিনা। তারা তাদের প্রশ্নের উত্তরদাতা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন।
সেমিনারে চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার, চবি আন্তজার্তিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. সুজিত কুমার দত্ত এবং চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জনাব ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
সেমিনারে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তাদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান এবং যুক্তরাষ্ট্রে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
সেমিনারে কয়েকজন শিক্ষক, প্রায় পাঁচশত শিক্ষার্থী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।