সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Advertisement
শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর কর্নেল হাটের বাসা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, চেয়ারম্যান সাদাকাত উল্লাহর বিরুদ্ধে সরকার পতনের পর বিভিন্ন অভিযোগে দুটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, চেয়ারম্যান সাদাকাত উল্লা মিয়াজীকে চট্টগ্রাম নগরীর কাট্টলির নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। শনিবার তাকে চট্টগ্রামে আদালতে পাঠানো হয়েছে
Advertisement