আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হয়েছে সীতাকুণ্ডে বিভাগীয় পর্যায়ের তিনদিনের ইজতেমা

141

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে তিন দিনব্যাপী ইজতেমা।

Advertisement

বৃহস্পতিবার ফজর নামাজের পর থেকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর সিডিএ আবাসিক এলাকায় শুরু হয় ইজতেমা শনিবার দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। বিভিন্ন জেলা থেকে তাবলীগ জামাতের হাজারো মুসল্লি ইজতেমায় যোগ দেন। মুসল্লিদের সেচ্ছা শ্রমের মাধ্যমে বাস, চটের অস্থায়ী স্থাপনা দিয়ে ইজতেমার আয়োজন করে সাদ পন্থী সদস্যরা। ওজু-গোসল ও রান্না করার জন্য ভিন্ন ভিন্ন স্থানে ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমার জিম্মাদার মোঃ মহিউদ্দিন বলেন, বৃহস্পতিবার বাদ ফজর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগত মুসল্লিরা তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনেন। কয়েকটি দেশ থেকেও মুসল্লীরা যোগদান করেছেন।

আয়োজক কমিটি জানান, বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর বিভাগীয় ইজতেমার আয়োজন করা হয়। আগামীতে বিশ্ব ইজতেমাকে সফল করার উদ্দেশ্যে এবং মানুষকে আল্লাহর পথে নেওয়ার জন্য এবার সীতাকুণ্ডের সলিমপুরে এই ৩ দিনের জোড় ইজতেমা আয়োজন করা হয়েছে। মাওলানা আনাস, মাওলানা মোশাররফসহ বয়ান করবেন দেশি-বিদেশি প্রসিদ্ধ আলেম ওলামারাগণ।

Advertisement