ড্যাব চট্টগ্রাম শাখার সংবর্ধনা অনুষ্ঠান

স্বাস্থ্য সেবার ইতিবাচক উন্নয়ন করে তা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবো: মেয়র

60

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান পরিচালনায় আমার দৃঢ় অঙ্গীকার হচ্ছে, নগরবাসীর সেবার মান বৃদ্ধি করে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। চট্টগ্রাম নগরীকে অল্প সময়ে অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করার জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা। শিক্ষা ও স্বাস্থ্য সেবার ইতিবাচক উন্নয়ন সাধন করে তা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। স্বাস্থ্য সেবা নিয়ে চসিকের উদ্যোগে আমার একটা বড় পরিকল্পনা আছে। চট্টগ্রামে কিডনি রোগী খুব বেশি, তারা সবাই কষ্ট পাচ্ছেন। চট্টগ্রাম মেডিকেলে এত বেশি রোগী অনেকে সুযোগ পাচ্ছেন না। তাই চসিকের উদ্যোগে একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার করতে চাই। যেখানে স্বল্প খরচে ডায়ালাইসিস করাতে পারবে। আমি চট্টগ্রামবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চট্টগ্রামের ড্যাব নেতৃবৃন্দের সহযোগিতা চাই।

Advertisement

তিনি রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর জিইসি মোড়স্থ বিএমএ ভবনে চসিক মেয়র নির্বাচিত হওয়ায় ডক্টরর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তাঘাট পরিদর্শন করব আমি। ইতোমধ্যে আমি বিভিন্ন রাস্তায় ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছি৷ মশা মারতে এখন যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলোও আমি যাচাই করব। প্রয়োজনে মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও নতুন প্রযুক্তি ব্যবহার করব। তাছাড়া চট্টগ্রামে কিছু বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার ইচ্ছে আছে। গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি আমার মূল ইশতেহার ছিল। আমি এগুলো বাস্তবায়ন করবো।

ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান ও মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইফতেখার লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দীন, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি। বক্তব্য রাখেন ড্যাব চট্টগ্রাম শাখার উপদেষ্টা ডা. আবুল কালাম, ডা. আবদুল আলিম, ডা. এস এম তারেক, কেন্দ্রীয় ড্যাবের সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, ড্যাব নেতা ডা. ঈসা চৌধুরী, ডা. মোনায়েম ফরহাদ, ডা. শামীম আল মামুন, ডা. রিফাত কামাল রনি, ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, ডা. শাকির উর রশীদ, ডা. সাইফ উদ্দিন সোহাগ প্রমূখ।

Advertisement