সংবর্ধনা সেদিন নিব যেদিন বিএনপি ক্ষমতায় আসবে: ডা. শাহাদাত

109

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির অসংখ্য নেতাকর্মী যারা জেল খেটেছে, মামলা খেয়েছে, গুম-গুপ্তহত্যা-নির্যাতনের শিকার হয়েছে, অনেকে জেলে থাকা অবস্থায় বাবা-মা সহ পরিবার পরিজনকে হারিয়েছে কিন্তু দেখতে পারেনি, তাদের মুখে হাসি না ফোটা পর্যন্ত আমি প্রকৃতপক্ষে কোন সংবর্ধনা নিতে চাইনা। প্রকৃত বিজয় আমরা সেদিন লাভ করবো যেদিন বিএনপি ক্ষমতায় আসবে এবং আমি সেদিন সংবর্ধনা নিব। ৩৭ বছরের রাজনৈতিক জীবনে আল্লাহ পাক আমাকে যে রাষ্ট্রিয় সম্মানে অধিষ্ঠিত করেছেন সেটি আপনাদের আন্দোলন, জেল-জুলুম, নির্যাতন-নিষ্পেষণ এর ফসল। তাই আমার যে অর্জন তা আমাদের নেতাকর্মীদের অর্জন এবং আমার এই আনন্দ, আমাদের সর্বস্তরের নেতাকর্মীর আনন্দ। আমি ধন্য এবং গর্বিত এই জন্য যে আমি দায়িত্ব গ্রহণের পর আজও অবধি আমাদের কোন নেতাকর্মী সিটি কর্পোরেশনে গিয়ে অযথা ভীড় করেনি এবং কোন ধরণের তদবির করেনি। তাই যতদিন বেঁচে থাকি আপনাদের সেবক ও অভিভাবক হিসেবে আপনাদের পাশে থাকব। চট্টগ্রাম কে একটি নান্দনিক, গ্রীণ ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে আপনারা আমাকে সহযোগীতা করবেন।

Advertisement

১০ই নভেম্বর (রবিবার) সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর যুবদল এর সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদল এর সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলেল সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর যুবদল এর সহ-সভাপতি ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম. এ রাজ্জাক, স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, শহীদুল্লাহ বাহার, সিরাজ উদ্দিন, মুজিবর রহমান, জিয়াউর রহমান জিয়া, জমির উদ্দিন নাহিদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু, মো. আনাছ, হাসান বাপ্পা, ফখরুল ইসলাম শাহীন সহ যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মহানগর, থানা নেতৃবৃন্দ।

Advertisement