চবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের আন্ত:বর্ষ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

20

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের আন্ত:বর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চবি আলাওল হলের মাঠে রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

Advertisement

উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগ আয়োজিত এ টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, দলগত কাজ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করে এবং আমাদের জাতীয় চেতনা ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। আমি এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে উদ্যম ও প্রতিভার প্রকাশ ঘটেছে, তা দেখে অত্যন্ত আশাবাদী। মাননীয়-উপ উপাচার্য বাংলাদেশ স্টাডিজ বিভাগের সকল আয়োজক, অংশগ্রহণকারী এবং শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান। বিশেষ করে যারা মাঠে কঠোর পরিশ্রম করেছেন এবং এ আয়োজনকে সফল করেছেন। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। উপ-উপাচার্য বিজয়ীদের অভিনন্দন এবং যারা বিজয়ী হতে পারেননি, তাদের আগামী দিনের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, মনে রাখবেন, অংশগ্রহণই আসল জয়। আপনারা সবাই আমাদের গর্ব।

চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড মুহাম্মদ সাখাওয়াত হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উক্ত বিভাগের শিক্ষক তৈয়বা খানম, হাসনাইন ইস্তেফাজ, সাহানা পারভীন ও সৈয়দ মুহাম্মদ মুনতাছির মোহাইমেন উপস্থিত ছিলেন।

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে বিভাগের ৬ষ্ঠ ব্যাচ চ্যাম্পিয়ান, ৫ম ব্যাচ রানারআপ হয়েছে। নাইম মাহমুদ ম্যান অব দ্যা সিরিজ আবার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্টের ২য় ব্যাচের শিক্ষার্থী সাইদ আল মামুন। ১২ ওভারের খেলার ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হন ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী তারেক।

উল্লেখ্য, ১১ নভেম্বর উক্ত খেলা শুরু হয় এবং ২৪ নভেম্বর এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Advertisement