সীতাকুণ্ডে মোবাইল কোর্টের অভিযানে দুই বেকারীকে দেড় লক্ষ টাকা জরিমানা

27

সীতাকুণ্ড প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে নাস্তা তৈরী, প্যাকেটে মেয়াদ তারিখ না থাকাসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুইটি বেকারিতে অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

Advertisement

উপজেলার সীতাকুণ্ড উত্তর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মতে আজমির বেকারিকে ৫০ হাজার টাকা এবং তিতাস বেকারীকে একলক্ষ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

Advertisement