সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার জাফর নগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয়ে স্থানীয় যুব সংগঠন সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে ‘বিনামূল্যে স্যানিটারি প্যাড বুথ স্থাপন’ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কে.এম রফিকুল। সংগঠনের পক্ষ থেকে স্কুলে পুরো এক বছরের জন্যে বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়া হয়।
প্রধান অতিথি বলেন,‘পেটের ক্ষুধা যেরকম স্বাভাবিক, মেয়েদের পিরিয়ডও তেমনি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এটা নিয়ে লজ্জিত হওয়ার, ভয় পাওয়ার বা সঙ্কোচ করার কিছু নাই। বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। ২০২৪ সালে এসে মেয়েদের পিরিয়ড নিয়ে লুকোচুরি করার কোন অর্থ নাই। এই শারীরিক প্রক্রিয়া আমাদের মা-বোনদের জন্য মহান সৃষ্টিকর্তার প্রদত্ত একটি নেয়ামত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল রায়ের সভাপতিত্বে ও সূর্য তরুণ যুব ক্লাবের সাধারণ সম্পাদক নওশিন আল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি, সহকারী প্রধান শিক্ষক (প্রশাসন) বিভাস চক্রবর্তী, সূর্য তরুণ যুব ক্লাবের উপদেষ্টা বদরুজ্জামান ভূইঁয়া, সাংবাদিক কামরুল ইসলাম দুলু ও সাইফুল ইসলাম রুবেল, সূর্য তরুণ ক্লাবের উপদেষ্টা, অভিনেতা সাজ্জাদ ভূইঁয়া। ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়েত আকবর, সংষ্কৃতি বিষয়ক সম্পাদক হাসনাত আল মাহমুদ ও অর্থ সম্পাদক তারিফুর রহমান অনিম।