চবিতে আইকিউএসির কর্মশালা উদ্বোধন

15

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) কর্তৃক আয়োজিত “Oceanic Regional Modeling with CROCO-ROMS” শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ইঞ্জিনিয়ারিং অনুষদের আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাসরুমে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, পরিচালক, IQAC, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Advertisement

কর্মশালাটির প্রশিক্ষক হিসেবে টেকনিক্যাল সেশনস পরিচালনা করছেন আন্তর্জাতিক সামুদ্রিক মডেলিং বিশেষজ্ঞ ও ফরাসি সরকারী সংস্থা এক্সপেরটিজ ফ্রান্স থেকে আমন্ত্রিত ড. টোনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো।

প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সেশনগুলো পরিচালনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (IQAC) অতিরিক্ত পরিচালক, প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন ।

মেরিন সায়েন্সেস ও ফিশারিজ অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের অন্তর্গত ১০টি বিভাগ ও ইন্সিটিউটের ৩০ জন উদ্দীপ্ত প্রশিক্ষণার্থী সামুদ্রিক আঞ্চলিক গাণিতিক মডেলিংয়ের ক্ষেত্রে তাদের জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

দুই দিনের এ কর্মশালাটি সামুদ্রিক গাণিতিক মডেলিংয়ের ওপর একটি সাধারণ পরিচিতি দিয়ে শুরু করে অংশগ্রহণকারীদের সিমুলেশন কনফিগারেশন, নেস্টেড কনফিগারেশন তৈরি ও ইন্টারঅ্যানুয়াল সিমুলেশন করতে হাতেকলমে বিভিন্ন সেশনে প্রশিক্ষণ পরিচালনা করবে । এ ব্যবহারিক সেশনগুলো অংশগ্রহণকারীদের নিজস্ব সামুদ্রিক গাণিতিক মডেলিং পরিচালনার জন্য প্রয়োজনীয় স্কিল এবং জ্ঞান প্রদান করতে সহায়ক হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগামীকাল বিকেলে সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিবেন এবং সার্টিফিকেট বিতরণ করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (IQAC) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহাদাত হোসাইনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হবে।

Advertisement