চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বড়ভাই মির্জা কাদেরের শ্যালক এ কে এম সিরাজ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গ্রিনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এ কে এম সিরাজ উল্লাহ নোয়াখালী জেলার কবিরহাট থানার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ জানিয়েছে, এ কে এম সিরাজ উল্লাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তিনি হত্যাসহ ৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বড় ভাইয়ের বড় শ্যালক এম সিরাজ উল্লাহকে বায়েজিদ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।