শুল্ক-কর প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম চট্টগ্রামের ফল ব্যবসায়ীদের

20

ফল জাতীয় পণ্যে নতুন করে আরোপ করা অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের ফল আমদানিকারক, আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা। গতকাল রোববার নগরের রেলওয়ে ফলমন্ডির সামনে এ মানববন্ধন করে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি। এ সময় তারা দাবি পূরণে এক সপ্তাহের আলটিমেটাম দেন।

Advertisement

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলমসহ নেতারা বক্তব্য দেন। তারা জানান, বিভিন্ন ধরনের ফলের ওপর অতিরিক্ত শুল্ক ও কর বসিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ডলার সংকটসহ বিভিন্ন বাধায় আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার। এর মধ্যে অতিরিক্ত ভ্যাট, এসডি এবং টিটিআই বসানোর কারণে এ ব্যবসায় ধস নামবে। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।

ফল ব্যবসায়ীরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং এনবিআর আগামী এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত শুল্ক-কর প্রত্যাহার না করলে এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নেবেন তারা। প্রয়োজনে সারাদেশের ফল আমদানিকারক এবং ব্যবসায়ীদের নিয়ে চট্টগ্রাম বন্দরসহ সব স্থলবন্দর থেকে আমদানি করা ফল ও পণ্য খালাস বন্ধ করে দেওয়া হবে।

Advertisement