বরেণ্য শিক্ষকদের শূন্যতা পূরণে চবির শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি চবি গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. সুজিত কুমার সেনের শোকসভায় প্রধান অতিথির ভাষণে এ আহবান জানান।
আজ (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় চবি বিজ্ঞান অনুষদ গ্যালারীতে অনুষ্ঠিত গণিত বিভাগ আয়োজিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।
চবি উপাচার্য শোকসভায় প্রয়াত প্রফেসর ড. সুজিত কুমার সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, প্রফেসর ড. সুজিত কুমার সেন একজন সহজ সরল অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী শিক্ষক ছিলেন। এ বিশ্ববিদ্যালয়ে খ্যাতিমান শিক্ষকদের মধ্যে তিনিও একজন ছিলেন। উপাচার্য এ বিশ্ববিদ্যালয়ের বরেণ্য শিক্ষকদের স্মরণ করে বলেন, বরেণ্য খ্যাতিমান শিক্ষকরা আস্তে-আস্তে প্রয়াত হচ্ছেন। তাদের শূন্যস্থান পূরণ করতে তরুণ শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তিনি এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, প্রয়াত প্রফেসর ড. সুজিত কুমার সেন একজন ভদ্র, শান্ত, ন্যায়-নিষ্ঠ শিক্ষক ছিলেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড.জামাল নজরুল ইসলামসহ দেশবরেণ্য শিক্ষকরা এ বিভাগে শিক্ষকতা করে গেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বরেণ্য শিক্ষকরা পাঠদান করে এ বিভাগকে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত করেছেন। তিনি নিজেও এ বরেণ্য শিক্ষককে অনুসরণ করছেন বলে মন্তব্য করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদেরকেও অনুসরণ করার জন্য আহবান জানান।
চবি গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহাম্মদের সভাপতিত্বে এবং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদা আক্তারের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের (অবসরপ্রাপ্ত) সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর চৌধুরী ও প্রফেসর ড. কামরুল ইসলাম এবং বর্তমান পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। এছাড়াও শোকসভায় চবি পদাথবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, গণিত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ মুরাদ, গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রয়াত শিক্ষক প্রফেসর ড. সুজিত কুমার সেনের মেয়ে অদিতি সেন ও ছেলে শপ্তশী সেন বক্তব্য রাখেন।
শোকসভায় প্রয়াতের স্মরণে প্রার্থনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. লিপন চন্দ্র দাস। সভায় প্রায়াতের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।