চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শাহ আমানত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আজ (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে সুস্থ দেহ ও মনের অধিকারী হয়ে ওঠার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃংখলা ও সহযোগিতার মনোভাব বিকাশের একটি চমৎকার সুযোগ তৈরি হয়।
চবি উপাচার্য বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের শিক্ষার্থীদের শরীর ও মনের সুস্থতার প্রতি আমাদের বিশেষভাবে যত্নশীল হওয়া প্রয়োজন। আমাদের শিক্ষার্থীরা তাদের সাহসী পদক্ষেপের মাধ্যমে জাতির জীবনে যে নতুন আশার সঞ্চার করেছে, তার জন্য তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তারা নানা রকমের নিপীড়নের স্বীকার হয়েছে, কেউ আহত হয়েছে, অনেকেই হারিয়েছে তার প্রাণপ্রিয় সহপাঠীকে। তাই এ সময়ে আমাদের সকলের ঐকান্তিক চেষ্টার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ তাদের এ মানসিক আঘাত কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে।
এ আয়োজন শিক্ষার্থীদের জন্য হবে এক আনন্দময় ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যা তাদের শারীরিক ও মানসিক সুস্থতায় ভূমিকা রাখার পাশাপাশি তাদের ব্যক্তি, শিক্ষা ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি ঐতিহ্যবাহী শাহ আমানত হলের শিক্ষার্থীদের ক্রীড়াক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে উপাচার্য ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম. নসরুল কদির, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া ও চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চবি উপাচার্য জাতীয় পতাকা, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, শাহ আমানত হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ মোহাম্মদ আলী রিমন। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খানকে ও ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ ফাহাদ জামানকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। শাহ আমানত হলের আবাসিক শিক্ষক ফজলে এলাহীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ আজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।