নাজিমুর রহমান

ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর করা সময়ের দাবি

পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড বিএনপি'র ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত

20

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক বিগত ১৭ বছরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে যার পরিপ্রেক্ষিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল।

Advertisement

আজ বুধবার (২২ জানুয়ারি) ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির ৩১ দফা কর্মশালা ও প্রতিনিধি সভা নগর বিএনপির সদস্য মোঃ সালাউদ্দিন এর সভাপতি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন নগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনঃ গঠন করার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা কর্মসূচি দিয়েছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের জন্যই এই একত্রিশ দফার রূপরেখা কার্যকর করা সময়ের দাবি। কর্মশালায় তিনি আরো বলেন দলকে সু সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে হবে বিগত আন্দোলনের ভূমিকা পর্যালোচনা করে ত্যাগী ও পরীক্ষিতদের নেতৃত্বে আনতে হবে। দলের সর্বস্তরে শুদ্ধি অভিযান চলমান থাকবে।

কর্মশালায় বক্তব্য রাখেন নগর বিএনপি যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন মবিন, নগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, সদস্য মশিউর আলম স্বপন, সদস্য নুর উদ্দিন নুরু, মোহাম্মদ ইলিয়াস, ওমর ফারুক রুবেল, মোঃ নাসির, মোহাম্মদ জাহিদুল ইসলাম, আব্দুল রহিম, সিদ্দিক আহমেদ, এম এ মুসা বাবলু, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আজিজ, শাহজাহান প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement