চট্টগ্রাম জেলা পরিষদের ইজারা বাবদ আদায় করা ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা আত্মসাতের অভিযোগে এক কর্মচারীকে থানায় সোপর্দ করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে নগরের কোতোয়ালি থানায় তাকে সোপর্দ করা হয়।
অভিযুক্ত কর্মচারীর নাম ইমতেয়াজ নাঈম (৩২)। তিনি চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার হিসেবে কর্মরত রয়েছেন। ইমতেয়াজ নাঈম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তর বিনই গ্রামের বাসিন্দা। তিনি ২০১৫ সালের ২ নভেম্বর জেলা পরিষদের সার্ভেয়ার হিসেবে যোগদান করেন।
জেলা পরিষদের প্রধান সহকারী মো. এজাজ বাদী হয়ে বুধবার কোতোয়ালি থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। এতে উল্লেখ করা হয়, ২১ জানুয়ারি জেলা পরিষদ মালিকানাধীন জমির খাজনা আদায় সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখায় অভিযুক্ত ইমতেয়াজ এ পর্যন্ত মোট ২৫টি জমা রশিদ বই সংশ্লিষ্ট শাখা সহকারী থেকে গ্রহণ করেন। নিয়মানুযায়ী ইজারার টাকা জেলা পরিষদের ব্যাংক হিসেবে জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি। মোট ২৫টি বইয়ের মধ্যে প্রাথমিক যাচাইয়ে ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা তিনি জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তবে এখনো মামলা হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।
এদিকে জানা গেছে, সরকারি কর্মচারী কর্তৃক ইজারার টাকা আত্মসাৎ দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ। তাই মামলা দুদকে হতে পারে। আপাতত আসামিকে সাধারণ ডায়েরি করে আদালতে সোপর্দ করা হতে পারে।