প্রথম পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই করোনা নেগেটিভ

243

বাংলাদেশে সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সবাই করোনা পরীক্ষায় পাস করেছেন। কোভিড-১৯ পরীক্ষায় সকলের ফল নেগেটিভ এসেছে। উইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ড্যারিও বার্থলে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

রোববার (১০ জানুয়ারি) খেলোয়াড়, কোচিং স্টাফসহ ৩৮ জনের বহর নিয়ে ঢাকায় পৌঁছে ক্যারিবীয়রা। সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলবে তারা।

ঢাকায় পৌঁছেই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জৈব-সুরক্ষা পরিবেশে বন্দী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানে তারা তিনদিন কোয়ারেন্টিনে থাকবে এবং সবাইকে করোনা পরীক্ষা দিয়ে নেগেটিভ হয়ে পাস করতে হবে।

সেই হিসেবে ঢাকা পৌঁছেই করোনা পরীক্ষার নমুনা দিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। মঙ্গলবার করোনা পরীক্ষার ফল হাতে পেয়েছে ক্যারিবীয়রা। প্রথম পরীক্ষায় সফরে আসা ক্যারিবীয়দের সবাই করোনা নেগেটিভ হয়েছেন।

উইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ড্যারিও বার্থলে জানান, ‌‘বাংলাদেশ সফরে আসা খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সবাই প্রথম পরীক্ষায় কোভিড-১৯ নেগেটিভ ফল পেয়েছে। দলের সবাই সুস্থ এবং ভালো আছে।’

বাংলাদেশ সফরে আসা ক্যারিবীয়দের বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দ্বিতীয় দফায় আবার করোনা পরীক্ষা করা হবে। দ্বিতীয় দফায় সবাই নেগেটিভ আসলেই তাদেরকে মাঠে অনুশীলনের সুযোগ দেওয়া হবে।

নিজেদের অনুশীলনের মাঝে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আর ২০ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি।

প্রথম দুই ওয়ানডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও তৃতীয় ম্যাচটি হকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে, ২৫ জানুয়ারি।

Advertisement