চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণে সমঝোতা স্বাক্ষর

22

চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে চীনা প্রতিনিধি দলের সাথে সমঝোতা স্বাক্ষর হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের।

Advertisement

শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিচালকের সভাকক্ষে এ সমঝোতা হয়েছে। এ সময় চিনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তারসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চমেক হাসপাতালের পক্ষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ও চীনা প্রতিনিধি দলের পক্ষে চীনা অ্যাম্বাসির সেকেন্ড সেক্রেটারি (অর্থনৈতিক ও বাণিজ্যিক) শি চ্যাঙ সমঝোতা স্বাক্ষর করেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণের ব্যাপারে চীনা প্রতিনিধি দল সন্তুষ্ট। প্রকল্পের এমওইউ স্বাক্ষর হবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চীনা অ্যাম্বাসির মধ্যে। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে ভৌত অবকাঠামোর কাজ শুরু হবে। চীনা প্রতিষ্ঠান শুধু হাসপাতালে অবকাঠামোই দিবেন না, এ হাসপাতালের সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতিও তারা দিবেন।

Advertisement