বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
রোববার (২৩ মার্চ) চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত এসোসিয়েশন এর সহ-সভাপতি আকবর হোসেন,এনায়েত কবির, পরিচালক ও প্রাক্তন সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী, কোষাধ্যক্ষ মাসুদ হোসেন, পরিচালক গোলাম কিবরিয়া জগলু, দিলীপ কুমার দাস, চৌধুরী সরাফত করিম কাওসার প্রমুখ।
বক্তারা রেলওয়ের ঠিকাদারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, জটিলতা নিরসন কাজ শেষে বিল পরিশোধসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে কন্ট্রাকটরস্ এসোসিয়েশনের আহ্বায়ক নগর বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুর রহমান স্বপন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত আজম খাজা, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, এসোসিয়েশনের সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ।