খুলশীতে নতুন মাদক আইস উদ্ধার

258

বিভিন্ন রকম মাদকের পর এবার চট্টগ্রামের খুলশীতে ধরা পড়ল ভয়ংকর মাদক আইস ‘ক্রিস্টাল মেথ’। সংশ্লিষ্টদের মতে, এটি ইয়াবার চেয়ে ৫০ গুণ বেশি নেশা বাড়াতে সক্ষম। এর আগে রাজধানীতে এই মাদক ধরা পড়লেও চট্টগ্রামে এবারই প্রথম এই মাদকের দেখা মিলেছে।

Advertisement

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর খুলশী থানার মোজাফফর নগর বাই লেন এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ (আইস)-সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন মো. ইয়াসিন রানা (৫০) ও সাইফুল আলম (৩৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নতুন এই মাদক শরীরের নার্ভ সার্কুলেশন বাড়িয়ে দেয়। এবারই প্রথমবার চট্টগ্রামে এই মাদক ধরা পড়ল। উদ্ধার মাদকের আনুমানিক দাম ১৪ লাখ টাকা।

Advertisement