জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন হাজির হলেন নতুন গান নিয়ে। গানটির শিরোনাম ‘কত ভালোবাসি’।
Advertisement
ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটির ভিডিও পরিচালনা করেছেন এমএইচ রিজভী।
আসিফ বলেন, এর আগে আমার ও তারান্নুম আফরীনের আরও দুটি গান প্রকাশ হয়েছে। দুটি গানই বেশ পছন্দ করেছিলেন শ্রোতা-দর্শকরা। তৃতীয় গানটিও অনেক ভালো হয়েছে। আমার বিশ্বাস এ গানটিও সাড়া পাবে দর্শকমহলে।
তারান্নুম আফরীন বলেন, আসিফ ভাই আমার খুবই পছন্দের একজন শিল্পী। তার সঙ্গে করা আগের গানগুলো অনেক পছন্দ করেছেন মানুষ। তারই ধারাবাহিকতায় আমাদের তৃতীয় গান করা হলো। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।
প্রসঙ্গত, গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রিজভী ও পুষ্প। ৩০ ডিসেম্বর সকালে তারান্নুম আফরীনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
Advertisement