চট্টগ্রামে চলছিল আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ইমার্জিং দলের আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচ। ম্যাচ চলাকালীন শোনা গেল বড় দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন আয়ারল্যান্ড ‘এ’ দলের এক ক্রিকেটার। তাঁর করোনার ফল আসার পরপরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আজ টস হেরে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। এরপরই করোনা পজিটিভের খবর আসলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।
গত বুধবার দুই দলের ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। আজ শুক্রবার রেজাল্ট আসে। করোনা পরীক্ষায় সবার নেগেটিভ এলেও পজিটিভ আসে আইরিস ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের। এরপর দুই আম্পায়ার মোর্শেদ আলী খান ও তানভীর আহমেদ দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও শামীম হোসেনকে ব্যাপারটি বুঝিয়ে বলেন।
আইরিশ অধিনায়ক হ্যারি টেক্টরকেও পুরো বিষয়টি জানানো হয়। এরপর ক্রিকেটাররা মাঠ ছাড়েন। ওই সময় ৪৪ রানে ব্যাট করছিলেন তৌহিদ। আর ২২ রানে অপরাজিত ছিলেন শামীম।