এড.নয়নকে আরজেএফের ফুল দিয়ে বরণ

201

লক্ষ্মীপুর প্রতিনিধি : বহুল আলোচিত লক্ষ্মীপুরের রায়পুর সংসদীয় আসন শূন্য হওয়ায় আগামী ১১ এপ্রিল উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন নৌকার কান্ডারী হওয়ায় ‘রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন’ (আরজেএফ) লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে ফুলের গালিচা দিয়ে বরণ করা হয়।

Advertisement

বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নুর উদ্দিন চৌধুরী নয়নকে ফুলের সুবাসে বরণ করেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর পক্ষে কবি অ আ আবীর আকাশ(দৈনিক জনবাণী ও গ্লোবাল টেলিভিশন), এমরান হোসেন (দৈনিক গণকণ্ঠ), নাজমুন্নাহার(দৈনিক স্বাধীন বাংলা), মোহাম্মদ ইউসুফ(দৈনিক নবঅভিযান), মোঃ সোহেল(দৈনিক বিশ্ব মানচিত্র) প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের হুমায়ুন কবির পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি জহির উদ্দিন বাবর, বদরুল আলম শাম্মী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল,সেক্রেটারি, রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদসহ জেলা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

Advertisement