চট্টগ্রা‌মে ‘ওয়ালটন ডে’ উদযাপন

701

দেশের শীর্ষ ইলেকট্রিক পণ্য সামগ্রী উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ ২০ মার্চ কে তাদের “ওয়ালটন ডে” হিসে‌বে উদযাপ করে‌ছে।

Advertisement

আজ শনিবার (২০ মার্চ) সকাল ১০ টায় ‘ওয়ালটন ডে’ উপলক্ষে নগরীর সি আর বি এলাকায় বর্ণাঢ‌্য র‌্যালির আয়োজন করা হ‌য়ে‌ছে। র‌্যালিতে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

ওয়ালটন ডে উপলক্ষে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়াও গ্রাহক সন্তুষ্টির কথা বিবেচনায় রেখে ওয়ালটন ডিজিটাল ক্যা‌ম্পেইন সিজন -১০ ঘোষণা করে, যেখা‌নে গ্রাহকরা ফ্রিজ, টিভি, এসি, ফ্যান,ও ওয়াশিং মেশিন কিনে লাখপতি ও ২০০% পর্যন্ত ক্যাশব্যাক অফার পা‌বে।

র‌্যালিতে অংশগ্রহণ করেন প্লাজা সেলস এন্ড ডি‌ট্রিবিউশন (পিএস‌ডি) ২ এর ক্রেডিট ও রিকভারী সেকশানের হেড সফিকুল আজাদ, চট্টগ্রাম পশ্চিম এরিয়া ম্যানেজার এনায়েত হোসেন, চট্টগ্রাম পশ্চিম ক্রেডিট মনিটরিং সীমান্ত শিকদার, ওয়ালটন প্লাজা আগ্রাবাদের ব্যবস্থাপক মোঃ শাহীন, ওয়ালটন প্লাজা নেভীগেইটের ব্যবস্থাপক আবদুল মজিদ, ওয়ালটন প্লাজা ইপিজেডের ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন, ওয়ালটন প্লাজা লালখান বাজারের ব্যবস্থাপক মোঃ রাহাত খান সুমন, ওয়ালটন প্লাজা চকবাজারের ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, ওয়ালটন প্লাজা চাক্তাইর ব্যবস্থাপক জয় পাল বড়ুয়া, ওয়ালটন প্লাজা জিইসির ব্যবস্থাপক নজরুল ইসলাম, ওয়ালটন প্লাজা হালিশহরের ব্যবস্থাপক নাজমুল হোসাইন অনিক, ওয়ালটন প্লাজা কাঠগড়ের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

এছাড়াও অংশগ্রহণ করেন ওয়ালটনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Advertisement