নতুন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া

223

স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

Advertisement

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ এপ্রিল হাসপাতালে ভর্তি হন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে সুরক্ষা সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. শহিদুজ্জামান গত ১ এপ্রিল থেকে অবসর-উত্তর ছুটিতে যান।

জ্যেষ্ঠ সচিব হলেন শেখ ইউসুফ হারুন

আলাদা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনকে জ্যেষ্ঠ সচিব জারি করা হয়েছে।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর শেখ ইউসুফ হারুনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের পদ থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়।

Advertisement