কামরুল ইসলাম দুলুঃ গঙ্গা পূজা করতে গিয়ে সাগরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার(১৬ জুন) দুপুরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো খুশি রানী জলদাস (১২) ও কিশোরী বালা জলদাস (৮)। তাদের বাড়ি কুমিরা নৌঘাট এলাকার দক্ষিণ জেলেপাড়ায়। খুশি ওই এলাকার অনিল জলদাসের (সর্দার) মেয়ে এবং কিশোরী বালা একই এলাকার রানা জলদাসের মেয়ে।
জানা যায়, গঙ্গা পূজা উপলক্ষে জেলেবাসীরা সকাল ৯টার সময় কুমিরা-সন্দ্বীপ ফেরীঘাটে পূজা শেষে সাগরে স্নান করতে নামে। এসময় দুই শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজা খোজির পর প্রায় তিন ঘন্টা পর দুপুর ১২টার সময় জেলেরা দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত শিশু খুশি দাশের পিতা অনিল দাশ বলেন, সকালে বাড়ির অন্যান্য ছেলেমেয়ের সাথে আমার মেয়েও গঙ্গা পূজা করতে সাগরে যায়। পূজা শেষে সবাই বাড়ি ফিরে এলেও আমার মেয়ে এবং বাড়ির এরেকটি মেয়ে না আসায় আমরা ধারণ করি তারা জোয়ারের পানিতে ডুবে যায়। তিন ঘণ্টা পর বাড়ির লোকজন দুইজনের মুতদেহ উদ্ধার করে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, দুপুরে আমরা খবর পাই সাগরে দুই শিশু নিখোঁজ হয়েছে। দ্রুত আমরা ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছার পর শুনি জেলেরা দুই শিশুর লাশ উদ্ধার করেছে।