চট্টগ্রাম নগরের সিআরবিতে আগামী মঙ্গলবার (৮ অক্টোবর) শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল। এ উপলক্ষে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় ক্যাম্প কার্যালয়ে (পাহাড়তলী) এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
দলটির সহ-সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনা প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমআর মঞ্জু। সভায় বক্তব্য দেন আবু বকর ছিদ্দিক, মনোয়ারা বেগম, সাহাব উদ্দীন, জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, ইফতেখার উদ্দীন মেহেদী প্রমুখ।
অ্যাডভোকেট এমআর মঞ্জু জানান, গত ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের সরিয়ে নিরপেক্ষ, দক্ষ ও বৈষম্যহীন প্রশাসন পুনর্গঠন, দুর্নীতি-অপচয়ের তদন্তকরণপূর্বক ব্যবস্থা গ্রহণ, ত্রুটিযুক্ত নিয়োগবিধি ও পদ্ধতি সংশোধন করে শূন্য পদে লোক নিয়োগ ও পদোন্নতি প্রদান করতে হবে। রেলের আউটসোর্সিং প্রথা বন্ধ করে পূর্বের নিয়মে টিএলআর পদ্ধতি পুনর্বহাল করাসহ সুষ্ঠুভাবে রেল পরিচালনার মাধ্যমে যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে শ্রমিকদের ১৬ সুপারিশ রয়েছে। সব মিলিয়ে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ অক্টোবর সকাল ১০টায় সিআরবি চত্বরে এ শ্রমিক সভা অনুষ্ঠিত হবে। সভাটি সফল করার জন্য দল-মত নির্বিশেষে সর্বস্তরের রেল কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।