সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী তিন স্বর্ণকন্যাকে চবিতে সংবর্ধনা

সাফ জয়কে আমরা কূটনৈতিক বিজয় হিসেবে দেখছি: চবি উপ-উপাচার্য

44

দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) নারী চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ী তিন নারী ফুটবলারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন বলেছেন, এই ৩ ফুটবলার দেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এ জয়কে আমরা কূটনৈতিক বিজয় হিসেবে দেখছি।’

Advertisement

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্মু শিক্ষার্থী পরিবারের আয়োজনে সাফ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৪ জয়ী পাহাড়ি তিন স্বর্ণকন্যা ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও মনিকা চাকমাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর ড. আশফাক হোসাইন, চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. আনন্দ বিকাশ চাকমা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর সভাপতি রোনাল চাকমা।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, ‘আজকের এই অসাধারণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর শিরোপা অর্জন করে আপনারা আমাদের দেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এই জয় শুধু একটি খেলা জয়ের গল্প নয়; এটি মেধা, পরিশ্রম, ঐক্য এবং দৃঢ় মনোবলের জয়।’ তিনি বলেন, আপনাদের প্রতিটি গোল, প্রতিটি পাস এবং প্রতিটি সংগ্রাম আমাদের হৃদয়ে আশা জাগিয়েছে যে আমাদের নারীরা শুধুমাত্র খেলার মাঠেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে সক্ষম। তাদের এ বিজয়ে সারা বাংলাদেশ আজ উজ্জীবিত।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবসময় নারী খেলোয়াড়দের উন্নয়ন ও ক্ষমতায়নে উৎসাহ দিয়ে যাচ্ছি। আপনাদের এবং পুরো দলের প্রতি আমার শুভেচ্ছা।’ উপ-উপাচার্য সামনের দিনগুলোতেও আপনাদের সাফল্যের ধারা অব্যাহত থাকুক এবং আপনারা বাংলাদেশের জন্য আরও অনেক সম্মান বয়ে আনুন এটাই প্রত্যশা করেন।

চবি মাস্টার্সের শিক্ষার্থী ধন কিশোর ত্রিপুরার সভাপতিতে এবং জুম্ম শিক্ষার্থী পরিবারের সদস্য তিষ্য চাকমা ও ক্যরোলিনা চাকমার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত তিন স্বর্ণকন্যা মঞ্চে উপস্থিত ছিলেন এবং অনুভূতিমুলক বক্তব্য উপস্থাপন করেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।

Advertisement